নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজে আপনাকে স্বাগতম

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। যে শিক্ষার মাধ্যমে দেশ বা জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করে, সে শিক্ষা অবশ্যই বাস্তবতার সাথে সমন্বিত জ্ঞান সমৃদ্ধ হতে হবে। আমরা জানি, শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তির কাঙ্খিত আচরণিক পরিবর্তন ঘটানো। কোন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেও অশিক্ষিত থাকবে, যদি তার আচরণিক পরিবর্তন না ঘটে। বিদ্যা ও বুদ্ধি শব্দদ্বয় একে অপরের সাথে সম্পর্কিত। কোন ব্যক্তি বিদ্বান হয়েও বুদ্ধিমান নাও হতে পারে। কাজেই শিক্ষার আসল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পরবর্তী প্রজন্ম সুশিক্ষিত হবে।

প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত »
জরুরী প্রয়োজনে যোগাযোগ »

সভাপতির বানী

আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে স্ফুটনোম্মুখ মেধার সুষ্ঠু বিকাশ ও তার বহুমুখী সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য যথোপযুক্ত মাধ্যম প্রয়োজন। প্রতিষ্ঠানের বার্ষিকী এই অভাব অনেকাংশে পূরণ করে। শিক্ষার্থীর জন্য আত্মবিকাশের এমন একটি চমৎকার সুযোগ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দিতে পারছে বলে আমি গর্ববোধ করছি। একটি বার্ষিকী হল একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকান্ডের দর্পণ।

বিস্তারিত »

অধ্যক্ষের বানী

আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে স্ফুটনোম্মুখ মেধার সুষ্ঠু বিকাশ ও তার বহুমুখী সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য যথোপযুক্ত মাধ্যম প্রয়োজন। প্রতিষ্ঠানের বার্ষিকী এই অভাব অনেকাংশে পূরণ করে। শিক্ষার্থীর জন্য আত্মবিকাশের এমন একটি চমৎকার সুযোগ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দিতে পারছে বলে আমি গর্ববোধ করছি। একটি বার্ষিকী হল একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকান্ডের দর্পণ।

বিস্তারিত »

প্রতিষ্ঠানের লোকেশন

জরুরি হটলাইন

রেজাল্ট